একটি সুদর্শণ পোকা
লিখেছেন লিখেছেন মামুন ১৬ এপ্রিল, ২০১৫, ০১:০১:৫৮ রাত
রাত কত নির্জনতা কে
বুকে বয়ে নিয়ে বেড়ায় আর
মৌণ বকের মত প্রহ্ররগুলো
ভাবনার গোপন উল্লাসে
থেকে থেকে ঝরা শিউলির মত সুবাস ছড়ায়!
এমনই এক ভোরের কুয়াশা ভেজা
প্রথম প্রহরে প্রহ্লাদে মেতে ওঠা
কিছু সুদর্শণ পোকার
নির্লিপ্ত অভিব্যক্তি
ঝরা পাতার মর্মর ধ্বনিতে
বড্ড জানান দিয়ে বেজে উঠে।
রাত নির্জনতারা মাঝে
গোপন উল্লাসে মাতা প্রেয়সির চোখের ঝিলিক!
অণুতে অণুতে শোণিত প্রবাহের নির্দিষ্ট রুট!
এমনই এক মাতাল হাওয়ার বুনো ফাল্গুনে
বুকের গোপন উপত্যকা থেকে ভেসে আসা
ঝরা ফুলের উন্মাতাল নির্যাস,
কিছু সুদর্শণ পোকাদের নির্লিপ্ত অভিব্যক্তি
ভেংগে গুঁড়িয়ে একাকার করে।
বাতাসে উড়ে বেড়ায় নি:সংগ শংখচিল
সাঁঝের বাতাসে এখনো দিনের তপ্ততা মিশে আছে।
একটি নিস্তব্ধ রাতের অপেক্ষায় আছি-'
শীতল ওম ওঠা এক দীর্ঘ রজনীর!
বিষয়: সাহিত্য
৭৮৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনুভূতিহীন উপস্হিতি........!!!
অনুভূতিহীন উপস্হিতি........!!! সত্যিই তাই!!!
মন্তব্য করতে লগইন করুন